ভক্তি
আবুলকালামআজাদবাসু
22/12/2012
ওহে, আমি ভক্তি করি
ভক্তি আমার এত মধুর বাতাসা,
বন্ধী আমি করি,
অন্তর আলোকিত করতে সূফীতত্ত্ব ৷
ওহে আমি ভালবাসি
আমি ভক্তি করি;
কেবল আল্লাহকে নয় সকল দেবীকেও
যারা সৌন্দর্য দেখিয়ে আমায় খুশী করে ?
তারা পার্থিব স্বাচ্ছন্দ্য আমি মানি ৷
আমি শ্বাস ফেলি তাদের সৌন্দর্যে
যেন হৃদয়ে মধুরতা,
আমি ভক্তি করি ৷
তাদের ভালবাসি অন্তরে,
কিন্তু পূজা করতে নয়,
কেবল তাদের ভালবাসতে,
তারা সুন্দর ভিন্ন ভিন্ন স্থানে ৷
যেমন পাখিরা আকাশে,
মাছেরা জলে,
ফুল সমষ্টি বাগানে,
আকাশে তারা,
ভাল চিন্তাবিদ সপ্ত আসমান জুড়ে;
তারা তোমার জন্য অপেক্ষমাণ শেষ
সময়ে,
তুমি তাদের একজন,
উত্তরকালে আশা করি তাৎক্ষণিক
সমস্ত সৌন্দর্য মহেশী-মহীয়সী ৷
হৃদয়ে ততঃ পোষণ করি ৷
আমি অনুভব করি ব্যাকুলতা ৷
ভক্তি ও মনন এ আমি
কখনও পাইতে চেষ্টা করিনি
আমি কি কখনও আল্লাহর কাছে প্রার্থনা করবো ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন